উজ্জ্বল ও সাম্মানিক
উজ্জ্বল সাম্মানিক দেয় প্রধানত দু’ কারণে। প্রথমত, উজ্জ্বল বুদ্ধিবৃত্তিক সম্পদে বিশ্বাসী। উজ্জ্বল মনে করে কবিতাগুলি কবিদের সম্পদ, তাঁরা ওগুলিকে আমাদের ব্যবহার করতে দিয়েছেন, তাই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সামান্য সাম্মানিক দিয়ে।
দ্বিতীয়ত, উজ্জ্বল সাম্মানিক দিয়ে আরো ভালো লেখায় উৎসাহ দিতে চায়। প্রতিষ্ঠিত কবিদের কাছে আমাদের বক্তব্য – আপনারা কবিতায় টেনিওর (tenure) অর্জন করেছেন হয়তো, কিন্তু আপনারা এখনো কবিতায় “Associate Professor” – আরও ভালও লিখুন, লিখতে থাকুন। শক্তিশালী কিন্তু অপ্রতিষ্ঠিত কবিদের কাছে আমাদের আশা তাঁরা উৎসাহ পাবেন উজ্জ্বলের কাছ থেকে, কেউ তাদের লেখার মর্যাদা দিচ্ছে জানলে আরো ভাল লেখা আসবে। এ ধরণের ঘটনার কথা কবিতার ইতিহাসে অনেক শোনা যায়। মনে পড়ল Anne Sexton এর কথা – ৬০ এর দশকের বিখ্যাত আমেরিকান কবি – পুলিতজার (Pulitzer) প্রাইজ পেয়েছেন ১৯৬৭ সালে তাঁর কবিতার বই Live or Die এর জন্যে। খানিকটা অপ্রত্যাশিত তাঁর এই প্রাইজ পাওয়া (see, for example, Chronicle of the Pulitzer Prizes for Poetry) কিন্তু এই মর্যাদা তাঁর কবিতাকে অন্য মাত্রায় নিয়ে যায় – তাঁর পরবর্তী দুটি বই, Love Poems আর Transformations তাঁর সেরা লেখায় ভরে ওঠে। এ ব্যাপারে এই লিঙ্কটা দেখতে পারেনঃ https://www.poetryfoundation.org/harriet-books/2014/06/how-anne-sexton-won-the-pulitzer-prize
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন