@@@@@@@@@@@
যেভাবে সকলে পায় সেভাবে তো পাইনি তোমায়
কেন বৃথা বিস্মরণক্লেশ প্রবহে রেখে উষ্ণীশ
কঠোর রৌদ্র সেঁচে ধারণ করি পথিকের শিস
সিন্নি শামুক শুষে স্নানান্তে ক্ষুধা মেটে সোঙরির
এ নিশ্বন অপলাপ এ মন্ত্রে দাহশ্রান্ত শরীর
এতকাল ভাবিনি দুঁহু আজ্ঞাচক্র পৃথুলমায়
যেভাবে সকলে পায় তার বেশি পেয়েছি তোমায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন