ঐশী চক্রবর্তী

 সূক্ষ্ম ধৃতি-নাম 

------------------- 

         
(১) 
যদি রাত আর আকাশের অচিরতা নাই বোঝা যায়! 
দেখি অম্লান বিবর্ণে ইতি-মেঘ এলোকেশী
অপূর্ব ব্যথাভার
সময় এগিয়েছে, চাঁদে বিষ ললিত-বিভঙ্গে 
নাম বিধুমুখি, গলায় অনন্তহার... 

(২)
এক মেঘ বিবশ অদর্শনে,  
গুল্ম-কথা, সামুদ্রিক মাছের মতো নির্যাস তার
স্ব-হননে... 
মেধা, দ্বিমেধা মিলে গেছে বহু বহুবার 
হাত রাখি নখে, শ্যাম, হাত রাখি নখদর্পণে! 

(৩) 
বিলোল মহামধুমাস... যদি ঝিনুক কুড়িয়ে পাই 
দেহের অন্য এক উপবনভ্রমে--- 
মৌখিক আলাপ ততক্ষণে সারা হয়ে গেছে, 
পরিচয় দিয়েছে, শ্রেষ্ঠ জাদুকর---- 
মুক্তোবিন্দু, গেঁথে যাই নীলবর্ণক্রমে... স্বহননে... 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন