সুমনা ভট্টাচার্য্য

 অভিযোজন

@@@@@@@@@

শূন্যতা পিঠোপিঠি, শুধু গভীরতা জোড়ে- যেন খাদ

প্রবণতা খননপ্রিয়, স্তূপীকৃত জমে অবসাদ ;

বৃত্তাকার অভিমুখ -সম্পূর্ণতার অভ্যেস

ফিরে আসা মার্জিনসমর্পিত বিষাদসংশ্লেষ ।

কিছু ফেরা চেনা -হলুদের দাগ বা ন্যাপথলিন ঘ্রাণ

মিশে যাওয়া প্রতিবর্ত; সজাগ তবুও ব্যবধান ।

সময়ের অভিযোজন ;সমর্থিত যতটুকু ক্ষয় 

মেনে নেওয়া নির্ধারিত কিছুটা প্রকৃতি-প্রত্যয় …

কিছু ফেরা  স্মরণিকা,পিছুটান যেন অপ্রতিহত

আঘাতও জানে কতটুকু ব্যথা সিলেবাস সঙ্গত ;

ফেরা-ও যে অনিঃশেষ, হারানো তো ক্ষনিক সম্মোহ

দিগন্তও শর্তাধীন ,ভার্চুয়ালিটির আরোহ ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন