সৌমাল্য গরাই

 বাইনোকুলার 

@@@@@@@@@

তোমাকে রহস্য জেনে ছুটে আসে অজানা পুলিশ
ছায়াবৃত্তে ঘোরাফেরা করে প্রভু ও কুকুর
খুনের প্রকৃত দাবি মেনে নাও,এখানে হাতের চেনা ছাপ 
রক্তের আধারে ভাসে, তবুও মেলে না ঠিক মাপ
সন্দেহ জানাও তাকে পুনরায়  নিঃস্ব বন্ধ দ্বারে

ক্রমশ উপায়হীন ভুলুন্ঠিত  নাগকুন্ডে পড়ে
রথচক্র বসে যায়, ধরা দাও দ্বিজভাবে,শরশয্যারূপে
স্পর্শহীন বন্দুকের নলে ছিটকে বেরিয়ে এসো নিষ্কলুষভাবে
এমন নির্লিপ্ত হয়ে বধ্য হও যেন
তোমাকে খুন ভেবে চলে যায় গোয়েন্দা পুলিশ

তোমাকে খুনি ভেবে ফিরে আসে গোয়েন্দা পুলিশ



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন