ইত্যাকার কথামালা #
সেই যে কৈশোরে ছেড়ে আসা নদী, তার ছলাৎ ছলাৎ
বুকের গভীরে নিয়ে আমি তো হেঁটেই যাচ্ছি পরিযায়ী;
ভারতবর্ষ থেকে এশিয়ার অন্যপ্রান্তে, ইউরোপ হয়ে
সোজা আফ্রিকার জঙ্গলে, অস্ট্রেলিয়ার ঘাস-সবুজে
আমি তাঁবু ফেলি; মারি নদী তার শ্বাস ছাড়ছে আমার
শরীরে, আমি নাচই দেখি দীর্ঘতম নদী ডার্লিংয়ের;
অহরহ কথা হয় অতি দ্রুত, সংগোপনে কানেকানে
সে রহস্যবার্তা ভাসে সাবলিল স্তব্ধ ওই ফেরিঘাটে;
চলাচল চিহ্ন নিয়ে স্থির জল আনুভূমিক শুয়েছে
আমি তার পাশে বসি, ঘ্রাণ নিই, মোহিতে আবিষ্ট হই
ইত্যাকার কথামালা শ্রীকৃষ্ণকীর্তন শোনায় খালি গলায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন