গোলাম রসুল

 


বিমূর্ত বই
📝📝📝📝📝📝

আমার কাছে আগুন ছিল না তাই লিখতে পারি নি


আমি দেখছিলাম সূর্য সন্ধ্যাকাল আঁকছে
কষ্টের মাঠের ওপর দিয়ে ছাপাখানার মতো মুদ্রিত হয়ে উঠছে রাত্রি

বিমূর্ত বই

দূরে গার্হস্থ্য কবরখানা
একলা একটি দরজা

আপন জল বয়ে যাচ্ছে বায়ুমণ্ডল দিয়ে নীরবে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন