আয়না /
প্রথমত, তোমার সম্পর্কে কিছুই বলার থাকবে না
নামফলকে তুমি লিখেছ কুকুর থেকে সাবধানতার কথা
আলো গিলে ফেলা চতুষ্কোণ আয়নাদের কথা
প্রতিটি বিশুদ্ধ আত্মা এক রোমশ হাতের দিকে ধাবিত হয়
হাসপাতালের বারান্দা থেকে ছুঁড়ে ফেলা নাড়িকাটা
ব্লেডের কাছে ধীরে ধীরে গলা নামিয়ে রাখছি,
ক্লান্ত ঘুড়ি নেমে আসছে,
স্ফিংস আকৃতির কিছু মানুষ আমাদের পাহারা দেয়
মিলার লিখছে ; আর্থার রোড সেলের কুঠুরিতে বসে
ভেঙে ফেলা আয়নাদের কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন