তবু এও এক বেঁচে যাওয়া #
এরপর আর কথা হয়নি সূর্য ডুবলে
জলে ছায়া পড়লে চোখ আড়াল করে ফিরেছি
নিতান্ত চলে যাওয়ার নতুন কি গল্প হয়?
তবু বুকে পেরেক ঠুকতেই থাকে সময়
নোনতা স্বাদে চিরস্হায়ী বন্দোবস্তের সীলমোহর
অবশ্য জমি চষতে এরপরেও বহু হায়না আসে যায়
গল্প হয় আঁশটে রঙের সঙ্গে চা বিস্কুট কুকিজ
কিন্তু যে গেল বলে গেল
আমার ভেতর স্বার্থপর আমি পরাবাস্তব এবং
এক্সেসিভ নার্সাসিজম
ঘর বাঁধতে অক্ষম তাই নদী শুকিয়ে ওঠে
অহরহ ডেকে যায় নিশির মতো আজন্ম কান্না
এরপর আর কথা এগোয়নি, চাঁদ ডুবে গিয়ে
গ্রহণ লাগে সময়ে গল্প ফুরিয়ে যায় নিজস্ব নিয়মে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন