নয়টি কবিতা নিয়ে “উজ্জ্বল এক ঝাঁক পায়রা” প্রকাশ পেল ঠিক সময়ে – ২০২২য়ের জানুয়ারি ২ তারিখে। আমরা মনে করি বাংলা কবিতার এ এক উজ্জ্বল পদক্ষেপ।
পাঠকরা পড়ে দেখুন কী সব কবিতা নিয়ে উজ্জ্বল হাজির। তার সঙ্গে আবার বলি উজ্জ্বলের প্রতিশ্রুতি – প্রতি ২ সপ্তাহ অন্তর অতি উচ্চমানের কবিতা প্রকাশ করতে থাকা, দশটি সর্বোচ্চ প্রতিটি সংখ্যায়।যারা কবিতা পাঠিয়েছেন তাঁদের অকুণ্ঠ ধন্যবাদ জানাই। যদি আপনার কবিতা এ সংখ্যায় প্রকাশ নাও পেয়ে থাকে, ৩ মাস অবধি অপেক্ষা করবেন অনুগ্রহ করে। উদাহরণ হিসেবে, ডিসেম্বর, ২০২১ মাসে পাঠানো কবিতা যদি মার্চ, ২০২২ অবধি প্রকাশ না পেয়ে থাকে, অন্য কোথাও পাঠাতে পারেন।
আমরা মেধাসম্পদ (intellectual property) সম্বন্ধে অত্যন্তভাবে সচেতন এবং সেই জন্যেই প্রতি প্রকাশিত কবিকে আমারা সামান্য হলেও সাম্মানিক দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই সঙ্গে আমাদের সীমিতকরণ (restriction) এই যে উজ্জ্বলে প্রকাশিত কবিতা আর কোনো পত্রিকায়, যে কোনো ফরম্যাটেই হোক – ছাপানো বা অর্ন্তজালে – প্রকাশ করা চলবে না।
আবার বলি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ উচ্চমানের কবিতা প্রকাশ করায় – আপনি প্রতিষ্ঠিত কবি কি না, অন্য কোনো ভাবে সমাজে পরিচিত কি না, আপনার বয়স কত, কতদিন ধরে কবিতা লিখছেন, এই সব আমাদের কাছে সম্পূর্ণ অদরকারি খবর। উজ্জ্বলে পাঠানো কবিতার মানই আমাদের কাছে একমাত্র বিবেচ্য। আমরা তরুণ কবিদের কাছে লেখার মাঠটা সমতল করে দিতে চাই। ভাল লিখুন, নতুন আঙ্গিকে লিখুন, পুরোনো আঙ্গিককে ঢেলে সাজান আর পাঠান আপনার কবিতা উজ্জ্বলে। তার সঙ্গে লক্ষ্য রাখুন কোথায় গড়াচ্ছে পৃথিবীর কবিতা – উত্তর আধুনিক (post modernism) ছেড়ে সে চলেছে উত্তর-উত্তর আধুনিক (post-postmodernism) পথে, যেখানে আবার ফেরত আসছে কবিতায় গল্পের আভাস আর তার সঙ্গে Diversity, Equity, Inclusion, and Belonging (DEIB) কে জড়িয়ে ধরা। বাঙলা কবিতা যেন পিছিয়ে না থাকে।
পাঠকদের বলি, নিয়মিত উজ্জ্বল পড়ার অভ্যেস করুন। কবিদের সাম্মানিক দিলেও উজ্জ্বল পাঠকদের কাছে আসছে সম্পূর্ণ বিনামূল্যে। আঙ্গিকে এবং অনুভূতি প্রকাশে এ পত্রিকার কবিতাগুলি পড়বে বাংলা কবিতার উপরের পর্যায়ে। তাই নিয়মিত উজ্জ্বল পাঠ হয়ে উঠুক কবিতাপ্রিয় পাঠকের দৈনন্দিন যাপনের অবিচ্ছেদ্য অঙ্গ। তার সঙ্গে আমাদের জানান আপনার মতামত।
ধন্যবাদ সহ, মেঘনা চট্টোপাধ্যায় ও অমিত চক্রবর্তী, সম্পাদনায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন