অক্ষর /
অক্ষর নিয়ে কাজ করে একজন এবাড়িতে। অবিরাম,
সারাদিন রাত সে অক্ষরের গায়ে অক্ষর বসায়।লোকে
এসব লোককে বলে অক্ষরজীবী।
এবাড়িতে অক্ষরগুলোই কিন্তু তার স্পর্শে জীবন পায়।
বাড়িতে যে কয়জন মানুষ আছে তারা সবাই কথা বলে।
কেউ কম,কেউ বেশি। সেসব কথা সে সংগ্রহ করে।
কথাগুলোকে অক্ষরের শরীর দেয়।পশুপাখিদের কথা,
জড় বস্তুদের কথাও লিখে রাখে।
একটা ঘর বাড়িতে আছে।ভূতের ঘর।সে ঘরে কেউ যায় না।
আলো, বাতাসও সে ঘরে যেতে ভয় পায়।কেবল সেই
অক্ষর-বৎসল মানুষটি সে ঘরে যায়।থাকে সেখানেই।
রাজ্যের মানুষের কথা, শব্দ, বাক্য কাঁধে করে বয়ে বয়ে এনে
জমিয়ে রেখেছে ঘরের ভেতর।অক্ষরে ধারণ করা সেইসব
ধ্বনি একদিন লোকটার বুকের উপর চেপে বসবে নির্মম পাথর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন