তৃষ্ণা বসাক

 



দেবী সিরিজ/



 

বিশ্বব্রহ্মাণ্ড খিদে/
 
নগ্ন শোয়ানো আছে,
গায়ে একটা নাইটি চাপা দেওয়া
সাদা জমিতে নীল ছোট্ট ছোট্ট ফুল,


জল দিতে এসে তুষার ওই ফুলগুলোকে দেখল,
মুখটা অনেক বড়, পারলে বিশ্বব্রহ্মাণ্ড খেয়ে নেয়,
জল দিয়ে চলে যেতে যেতে
তুষার সাবধানে ওই খিদেটাকে দুচোখ ভরে দেখল।

 
 

সমস্ত জন্মগুলো/
 
আমরা ভাসতে ভাসতে চলেছি,
একটা পুঁটলির মধ্যে সমস্ত জন্মগুলো
লাঠির আগায় বেঁধে উঁচু করে তুলে রেখেছি
পাছে ভিজে যায়,
আমাদের ইস্কুল বাড়ি, বড়দির ঘর আর সেই ঘরের পাশ দিয়ে ঢোকার সময়
যাবতীয় গা ছমছম নিয়ে আমরা চলেছি,
বড়দির ঘরে কারো ফোন এল, কিংবা প্রেয়ার লাইনে পৌঁছতে পারব কিনা,
সুরেন রিকশাওলা এত দেরি করে বারবার-
যাবতীয় সংশয় পুঁটলি করে আমরা ভেসে চলেছি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন