হরিৎ বন্দ্যোপাধ্যায়

 


মাথা /


কাল রাতেও সাজানো ছিল নদী

ঠিক যেমনটা আমরা পেয়েছিলাম কোনো এক ভোরে

ভেঙে পড়ছে আজ সবকিছু

এতদিন জানলা খুলেই যাদের মাথা দেখে এসেছি

পায়ের কাছে এখনও বসে আছি

তার মাথা দিয়ে আমি বেঁচে যাব, কখনও নয় এই ভরসায়

পায়ের কাছে মাথা রেখেও মাথা আছে বলে মনে হয় 


শূন্য প্রান্তরে চকিতে অগণন মাথা উঠে যাবে

বসে যাবে পথঘাট দোকান বাজার 

খুলে যাবে জল আলো হাওয়া

মাথা হতে এতদিন যা চেয়েছি মনে মনে


তবুও মাথা আর কোনোদিন হবে নাকো নদী

পাহাড়ের মতো কেউ মাথা পেতে নেবে না ঝড়

মাথা শুধু মাথা হয়ে ঘোরাবেন ছড়ি ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন