অমিত চক্রবর্তী

 


তৌলবিজ্ঞান /


আমি কি শেষ হয়ে যাচ্ছি?  এ চিন্তা স্বাভাবিক, অবিরাম,

কারণ নিরাশার একটা গুণ আছে, একটা বিশেষ আঘাতছাপ,

কলমকে বাঁধে সম্মোহনে অথবা মোহিনী, মোহিনী মায়ায়।

আমি বাঁধা পড়ে যাই মায়াআঁচলে – প্রথমে ভক্ত সাজি, 

                                                            সাষ্টাঙ্গে গড়,

তবু পিছুটান, কিছু জয়কে আঁকড়ে বইব্যাগে,

কিছু অবহেলাকে শ্লেষ ছুঁড়ে ফের ভেঙে পড়া মন–

আমি কি পুরোনো খবর, শেষ হয়ে যাচ্ছি?

 

এ প্রশ্নের একটা সম্ভ্রম আছে, একটা আলাদা ধরণের

বুক ধড়ফড়, একাকী কাতর অথবা নিয়মের ভিড়ে।

এ প্রশ্ন কি আগে ভেসেছে বাতাসে?  পৃথিবীর সব শব্দকে

রিওয়াইন্ড করলে কি থাকবে রেকর্ডে?

উত্তর জানা নেই, প্রশ্নটাও ভুল সংজ্ঞায়

ভাসাভাসা জটিল, তাই আমি সময়ের পাল্লায় এখন,

বাটখারা চতুর্পাশে, অথবা দূষণ্মুক্ত

সেই ইলেকট্রিক স্কেল, যাকে ক্যালিব্রেট করে

শূন্যতে এনে ফের …



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন