সুলিকাটা পথ /
ফণা নামিয়ে এ পথে রোজ সাপ আসে।
অনেক বিবাহ অনেক বিচ্ছেদ
পড়ে থাকে মধ্যযাম,রক্ত ছড়ানো ঐশী কাক
আমাদের বাড়ির তৃতীয় ভুবনের কুলুঙ্গিতে
যে প্রদীপখানা জ্বলে জ্বলে ক্লান্ত মারীচ এখন
আমি তার প্রভাতস্বাতীলেখায়
তোমার হৃদয়খানাকে অংশত যৌনতা ভেবেছিলাম
প্রতিচ্ছায়া ফেলে রেখে চলে গেছে ক্রন্দনরত বাঁশবন
যে সকল পূর্বপুরুষ
কেবল এ পথেই চলে গেছেন বহুকাল আগে
তাঁদের পায়ের পাতার দৈর্ঘ্য আমি মেপে মেপে তুলে রেখেছি
শুনেছি বহুদর্শী ধাতব আওয়াজ
ইঁদুরবংশে জন্ম আমাদের।ক্ষুৎকাতরতা
শিরাউপশিরায় লাল হয়ে আছে
জলের পরে ডাঙা,ডাঙার পরে আবার তো সেই জল
জলে কত কত জল খেলা করে
প্রান্তসীমায় একটা কুঁড়েঘরকে আমি সারাদিন
একা একা ভিজতে দেখি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন