সন্তাপদৈর্ঘ্য
কখনো কখনো ঘড়ির কাঁটাও বিষাদবস্তু। প্রাচীন ঝুলের পাহাড় নামিয়ে
কড়িকাঠের ফাঁকে লুকিয়ে পড়ে সূর্য।
দেবদারুর শুকনো পাতায় আওয়াজ তুলে
আমি ঘুরে বেড়াই তোমার বাড়ির চারপাশে।
কখনো বা সিঁড়িতে বসে থাকি দরজায় কান এঁটে,
যদি অন্দরে কোন শব্দ বেজে ওঠে।
গুটিসুটি সেখানেই ঘুমিয়ে পড়ি কখন।
গাল বেয়ে নেমে আসা জল
ভিজিয়ে দেয় ফ্রকের গোলাপি লেস।
যে দরজা কোনদিন খুলবেনা, তার দিকে
তাকিয়ে থেকে আমি জানতেও পারিনা;
তুমিও সারারাত জেগে দেখেছিলে আমায়,
বন্ধ জানলার কাঁচে ভিজে গাল ঠেকিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন