গোধূলিবাজার /
১
পোস্ট অফিসের নাম ডাকঘর হয়ে গেলে
হাওয়াও বদলে যায় দ্রুত
উড়ে আসে চিঠি ও চাপাটি, ভাগ করে খায়
লোকজন দুপুরবেলায়
গোধূলিবাজারে বসে ছেনাল ছোকরা সব
পাল্টে নেয় মৃত ম্যাসেঞ্জার
আইকম বাইকম খেলে, রক থেকে নেমে আসা
রমণী কুহক চোখ মারে
এভাবেই কথা জমে জটিল জরায়ু গড়ে
বদলায় প্রাপকের নাম
ইমেল লেখে কিন্তু পাঠায়না কাউকে
শুধু থুতু দিয়ে জুড়ে দ্যায় খাম...
২
গোধূলিবাজার থেকে বাড়ি ফেরা হলে
যতটুকু পথ বাকি থাকে
তুমি তার প্রেম হয়ে ওঠ...
গান হয়ে ডুবে যাও খনির গভীরে
দ্যাখ কাঞ্চন, ছড়িয়ে রয়েছে লোভ
তোমাকে ডেকেছে রোজ নানা অছিলায়
ঘুমের অতলে
মিশে যেতে যেতে বোঝ রাত আসলে স্রোত
ডুবে যাওয়া জীবনের মত ধীরে ধীরে
হাত উপরে তোলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন