ডাঃ প্রিয়াঙ্কা মন্ডল

 


সীমান্তবর্তী সংক্রান্ত /


জকাল খুব তাড়াতাড়ি বিকেল হয়ে আসে ,

বালির নীচে জলের শব্দ ভেদ করে

লাল হলুদ কমলা আলো জ্বলে ওঠে

এক একটা ভিউ পয়েন্ট থেকে এক এক রকম শোভা,

আলাদা আলাদা ছবি কথা ভেসে যায়...


ক্রমশ শারীরিক দূরত্ব কমতে থাকে;

সমস্ত সীমান্তবর্তী এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে

দূরের লোকালয় থেকে আজান আর শঙ্খধ্বনির যুগলবন্দী

নতুন নতুন শব্দেরা ক্রমশ মধুর হয়

বাতাসে তখন বুনো গন্ধ

সবুজ গাছেরা আর একলা নয়

নিশাচর দু একটা পাখি ভিড় করে 

এভাবেই কতসব অখ্যাত গল্পের শুট্যিং হয়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন