মৌমন মিত্র

 


খসড়া /


বার কয়েক থেমে যাই 

থেমে থাকা শব্দ,ছন্দজ্ঞান,স্মৃতিচিঠি,

হয়তো কোনওটাই ছায়ারূপ সৃষ্টি করে না এখন 

তাই ঘরের মধ্যে টুকরো ঘর ও একক ব্যঞ্জন 

অতিদীর্ঘ দেরাজের আড়ালে বসে থাকে 


'দখল করব চার দেওয়াল' ব'লে,একটিই পাথর--

তাতে দুধফেনার হাতছানি ও নৈঃশব্দ্যে    

মিশে যেতে চায়,ওই রেখামায়ায় জীবনে

যে জীবন, ঠুমরীর সুরে সুরে 

মাতাল হয়ে, অন্য স্বরে বাসনা ফুরায় 


টিলার ধারে আরও অসম্পূর্ণ লেখা জমে

এবার আর থামি না,কতই-বা থামা যায়? 


টুকরো খেত,বালি,পদ্মপালক,শুকতারা 

জোড়া দিই।এইভাবে,যে যার মোহে শপথ নিই  

চাঁদটাও উপচে পড়ে তখন,সে আলো কার? 


অষ্টপ্রহর তেমনই আলো গুণে চলো,বিস্তীর্ণতার 

পরের খসড়া তৈরি করার সময় হয়ে এল... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন