সম্পাদকীয়



"উজ্জ্বলের ৬ মাস পুর্ণ হলো - যাকে আমেরিকান টিন-এজ প্রেমের ভাষায় বলে "six-month anniversary", তাই। এবারের সংখ্যায় আমাদের সকলের আত্মীয় কবি হরিৎ বন্দোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা রইল পাঠকদের জন্য। "

হরিৎ বন্দ্যোপাধ্যায়

 


কক্ষচ্যুত আসন ঐশ্বর্যের দিনলিপি 
------------------------------------



এক


বেশি আগুনের জন্যে গ্যাস বাড়ায়। মুখে ঠিক কতটুকু জোর লাগবে তা সে জানে না।

সম্পাদকীয়

 


উজ্জ্বল আবার একটা নতুন প্রকল্প নিয়ে ভাবছে – “কবির প্রথম বই” প্রতিযোগিতা। চিন্তাটা এখনো আমাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তাপস রায়

 


পুরনো মৃত্যুর পাশে এই নতুন মৃত্যুটিকে রাখি

###############

তোমাকে নকল করিশহরে রোদ্দুর ওঠে চোখেও পড়ে না

অরিত্র চ্যাটার্জী

 


কোথাও একটা পিয়ানো

 #########

কোথাও একটা পিয়ানো

                    এখন দুখানা নতুন হাত

তার ঠিক বোতামে আঙ্গুল

রাখতে না রাখতেই  

দীপ্তি চক্রবর্তী

 


সংক্রান্তি 

##########
বুকের মধ্যে জমা বিষ
ঠিকা কাজে কাটে এবেলা ওবেলা

শুভ্রাশ্রী মাইতি

সৃষ্টি

_________________

এই যে বাইরে বাতাস উঠেছে তুমুল
টিনের ছাদে শ্রাবণ ঝরছে ঝমঝম, আর এসব

জয়ন্ত চট্টোপাধ্যায়

 


বুনোহাঁস বাঁশি ||  

বশীকরণ বাঁশি জানে ঠোঁট আর দাঁতের কামড়
ঘাসবনে দশটি হাঁসের সংসার যত কাকলিউত্তাপ