তাপস রায়

 


পুরনো মৃত্যুর পাশে এই নতুন মৃত্যুটিকে রাখি

###############

তোমাকে নকল করিশহরে রোদ্দুর ওঠে চোখেও পড়ে না

খুঁটিনাটি চেয়ে থাকাশাড়িটির ধ্বনি --- যেভাবে

গাছের চারা ফোটে আর বড় হয়ে অবিকল বৃক্ষ হয়ে যায়

আমার সমস্ত আগুন তোমার দিঘিটির অনুকূলে রাখি

কী কী যে হারানো ছিলমনে করিচোখে পড়ে প্রথম দোপাটি

 

আমাকে দুপুরবেলা ডেকে নিতে এলে বই-এর ভেতর থেকে

এক জোড়া চোখ উঠে আসেসঙ্গ দেয়

তোমার পাথর জানে আমাকে ছোঁবে না কোনও শোক-দুঃখ-পরিতাপ

প্রতিটি রাস্তাই হাঁ-করে তাকায়উড়োজাহাজের চোখে

 আলপনা আঁকে

 

পিছলে গিয়েছে জল --- পাতিহাঁস জানেতার পাখা রমণ-কোমল

এই সেই দামি মরীচিকা যা তুমি দিয়েছ আমাকে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন