অরিত্র চ্যাটার্জী

 


কোথাও একটা পিয়ানো

 #########

কোথাও একটা পিয়ানো

                    এখন দুখানা নতুন হাত

তার ঠিক বোতামে আঙ্গুল

রাখতে না রাখতেই  

                          ঊরু বেজে উঠছে

অতর্কিত নীচু স্রোত

তার এই ভেজা আনাগোনা

                      যেন নতুন কোনো লয়

না মিললেই তুমি ভয় পাও

আর জমিয়ে রাখো ব্লেড

                       মুঠোয় ধারালো স্পর্শ

চারদেওয়ালের ভেতর

তুমি যখন নিজস্ব সুরে বাজো  

কোথাও সাদাকালো একটা পিয়ানো

                   ভিজে ক্রমশ লাল হয়ে যায়…   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন