জয়ন্ত চট্টোপাধ্যায়

 


বুনোহাঁস বাঁশি ||  

বশীকরণ বাঁশি জানে ঠোঁট আর দাঁতের কামড়
ঘাসবনে দশটি হাঁসের সংসার যত কাকলিউত্তাপ


তাও প্রায় তুল্যমূল্য উলুবেড়ে বস্তি পদ্মের বন
সাঁতরাগাছির ঝিলে পলিপ্যাক দূষণ মেখে ফেরে
দশটি বুনোহাঁস পালক ছড়িয়ে যায় সাইবেরিয়া
তারা বারুদের গন্ধহীন ঘাসে লিখে রাখে রঙের উদ্ভাস
উড়ন্ত পাখির দিকে সুগন্ধি রুমাল নেড়ে কেউ বলে,
ফিরে এসো সেই বেলা খেলার বিকেল শরবনে সবুজ হাওয়া
খসখস আভরণ খুলে বালুচরে খোঁজাখুঁজি ডাকসাজ
সে পারের দীর্ঘ শিমুলে ক-টা পাখির বাসা রাত হলে
জলখেকো ভূতেদের রূপকথা স্মৃতি ছানারা ঘুমায়
তখন বাঁশির ডাকে তীব্র উত্তাপ ভাবীকাল ঘুমচোখে কাজ লেখে
কার বাঁশি আড়বাঁশি ভাসে মৃদু টানে মরানদী তিরতির
নেমে যায় নামোনি ভাসানে........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন