সম্পাদকীয়

 


উজ্জ্বল আবার একটা নতুন প্রকল্প নিয়ে ভাবছে – “কবির প্রথম বই” প্রতিযোগিতা। চিন্তাটা এখনো আমাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এতে নির্বাচক মন্ডলী হিসেবে কয়েকজন প্রতিষ্ঠিত কবির সাহায্য লাগবে, সাহায্য লাগবে প্রকাশনাগুলোরও। এই মডেলটা Yale University Press এর সুপ্রতিষ্ঠিত “publish the debut collection of a promising poet” কে অনুসরণ করবে। উজ্জ্বল অবশ্যই নির্বাচিত বইটি প্রকাশ করার সব খরচ দেবে। Yale এর এই “কবির প্রথম বই” সিরিজে প্রচুর নামকরা আমেরিকান কবির প্রথম বই প্রকাশ পেয়েছে এবং এখনও পাচ্ছে। এই প্রসঙ্গে, দুটো কথা মনে হল। প্রথমটা এবারে লিখছি, দ্বিতীয়টা  লিখব উজ্জ্বলের অন্য কোনো একটা সম্পাদকীয়তে।  বিখ্যাত আমেরিকান উত্তর-আধুনিক কবি জন অ্যাশবেরি এই পুরস্কার পান ১৯৫৬ সালে। তারপর এমন কোনো আমেরিকান কবিতার পুরস্কার নেই যা বোধহয় তিনি পান নি। কথিত আছে যে বিচারক W. H. Auden (আরেকজন বিখ্যাত আমেরিকান কবি) স্বীকার করেন যে  অ্যাশবেরির কবিতাগুলি অসাধারণ কিন্তু তিনি এর একবর্ণ মাথামুণ্ড কিছুই বোঝেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন