সৃষ্টি
_________________
এই যে বাইরে বাতাস উঠেছে তুমুল
ঝুলপড়া ছায়ামায়া মাড়িয়ে আলোর ফোঁড় তুলে চলেছি দ্যাখো,
শাড়ির, একটার পর একটা, অনন্ত, অবিশ্রান্ত, অফুরন্ত...
সে কি শুধু সাপ্তাহিক সেলাইয়ের ফরমাশ পূরণ করব বলে,
নাকি জমাটবাঁধা অভাবী অন্ধকারটাকে লম্বা সূঁচের ডগায়
এফোঁড় ওফোঁড় করব বলে, কে জানে...
ধার করে আনা ভূগোল বইয়ের পাতা খুলে
পৃথিবী সৃষ্টির ইতিহাস পড়ে চলেছে মেয়ে একমনে
টগবগে লাভাস্রোত ঝড়-বৃষ্টি-সুনামি ছাপিয়ে
আমাদের ছোট্ট একটেরে ঘরে ঢুকছে গলগল
ভেসে যাচ্ছে হাঁড়িকুড়ি, বিছানা বালিশ, বিবর্ণ জামাকাপড়,
বাপমরা মেয়ের মাধ্যমিকের প্রস্তুতি, অবাধ, আসন্ন
তবু, তাপ-উত্তাপ নেই আমাদের কোন
এসব জ্বালা-পোড়া গনগনে বেদন বুকে নিয়ে ঠাণ্ডা হতে হতে
সেই কবে থেকে যেন এক সহনশীল মহাদেশ গড়ে তুলছি আমরা এখানে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন