সম্পাদকীয়

 


উজ্জ্বলের গুচ্ছকবিতার নতুন প্রকল্প চলল এই দ্বাদশ সংখ্যাতেও।

এবারে থাকছে রবীন বসুর ১২টি কবিতা।কবিতাগুলি প্রত্যেকটি অসাধারণ। আমরা আশা করছি পাঠকদের ভাল লাগবে। পড়ে মতামত জানাবেন।

আমরা আরো অনেক ভাল ভাল কবিতা চাই। পাঠান আপনারা। বিশেষ করে অপ্রতিষ্ঠিত অথচ শক্তিশালী কবিরা। উজ্জ্বল আপনাদের আপন করে নেবে। 

কবিতা পাঠাতে হবে অনধিক ষোলো (১৬) লাইন, মেইল বডিতে টাইপ করে ujjwalpayrakobitapatrika@gmail.com এই ঠিকানায়। অন্য কোন ফর্ম্যাট গৃহীত হবেনা। কবিতার সঙ্গে কবির নাম, ঠিকানা, ও ফোননম্বর পাঠাতে হবে। সঙ্গে একটি সাম্প্রতিক কালের ছবি। প্রত্যেকটি কবিতার শেষে কবিকে লিখে দিতে হবে যে লেখাটি মৌলিক এবং অপ্রকাশিত। তা না হলে সে কবিতা গ্রাহ্য হবে না।

কবিতা পাঠাতে পারেন এইভাবে–

১) দুটি কবিতা – এক্ষেত্রে আমরা লেখা প্রকাশ পেলে ৩০০ ভারতীয় টাকা সাম্মানিক দিতে পেরেছি এখনো অবধি। 

অথবা

২) গুচ্ছকবিতা – ১২ টি কবিতা পাঠাতে হবে। ৫ থেকে ১০টি প্রকাশ পাবার প্রত্যাশায়। কটি প্রকাশ পাচ্ছে সেই অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে – আমরা আশা করছি গুচ্ছকবিতার জন্যে আমরা ৭৫০ থেকে ১৫০০ টাকা অবধি সাম্মানিক দিতে পারব। অন্তত পাঁচটি মনোনীত না হলে গুচ্ছকবিতা প্রকাশ পাবে না।  

প্রকাশিত কবিতা অন্য কোথাও আবার প্রকাশের জন্য পাঠানো যাবে না, সে অনলাইনই হোক কী ছাপা পত্রিকাই হোক। সাম্মানিক নেওয়ার এটাই শর্ত। 

ধন্যবাদ সহ, মেঘনা চট্টোপাধ্যায় ও অমিত চক্রবর্তী, সম্পাদনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন