ইতিমধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছে – বাংলা কবিতা যখন পাঠকের অভাবে ম্রিয়মাণ, আমেরিকার National Endowment For The Arts জানাচ্ছে
আমেরিকাতে কবিতা পাঠকের সংখ্যা দ্বিগুণ হয়েছে গত পাঁচ বছরে। আর কবিতা পাঠকের সংখ্যা সবচেয়ে বেড়েছে ১৮-২৪ বয়স গ্রুপে। এটা শুধু অভাবনীয়ই নয়, অত্যন্ত আশা আর উদ্দীপনার খবর। কি কি কারণে কবিতা পাঠকের সংখ্যা বেড়েছে এত বেশি? The Academy of American Poets জানাচ্ছে তাদের অভিমত – প্রধানত পাঁচটি কারণে এই পাঠকবৃদ্ধিঃ১) সময় যখন কঠিন হয়, কবিতা তখন অন্তর্দৃষ্টি আর প্রেরণা যোগায়;
২) সোশ্যল মিডিয়া কবিতার পক্ষে আদর্শ;
৩) কবিরা নিজেরাই সোশ্যল মিডিয়া ব্যবহার করে কবিতাকে জনপ্রিয় করে তুলছেন;
৪) আমেরিকান সংস্কৃতি্র মূলধারায় কবিদের উপস্থিতি বেড়েছে অনেক বেশি;
৫) আমেরিকার বিভিন্ন কবিতা সংগঠনের অগ্রনেতারা এই প্রথম একসঙ্গে কাজ করতে শুরু করেছেন ভাল কবিতাকে তুলের ধরার জন্যে।
বাংলা কবিতার কি কিছুই শেখার নেই কবিতা ইতিহাসের এই নতুন ধারা থেকে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন