সম্পাদকীয়

 



ইতিমধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছে – বাংলা কবিতা যখন পাঠকের অভাবে ম্রিয়মাণ, আমেরিকার National Endowment For The Arts জানাচ্ছে

আমেরিকাতে কবিতা পাঠকের সংখ্যা দ্বিগুণ হয়েছে গত পাঁচ বছরে। আর কবিতা পাঠকের সংখ্যা সবচেয়ে বেড়েছে ১৮-২৪ বয়স গ্রুপে। এটা শুধু অভাবনীয়ই নয়, অত্যন্ত আশা আর উদ্দীপনার খবর। কি কি কারণে কবিতা পাঠকের সংখ্যা বেড়েছে এত বেশি? The Academy of American Poets জানাচ্ছে তাদের অভিমত – প্রধানত পাঁচটি কারণে এই পাঠকবৃদ্ধিঃ

১) সময় যখন কঠিন হয়, কবিতা তখন অন্তর্দৃষ্টি আর প্রেরণা যোগায়;

২) সোশ্যল মিডিয়া কবিতার পক্ষে আদর্শ;

৩) কবিরা নিজেরাই সোশ্যল মিডিয়া ব্যবহার করে কবিতাকে জনপ্রিয় করে তুলছেন;

৪) আমেরিকান সংস্কৃতি্র মূলধারায় কবিদের উপস্থিতি বেড়েছে অনেক বেশি;

৫) আমেরিকার বিভিন্ন কবিতা সংগঠনের অগ্রনেতারা এই প্রথম একসঙ্গে কাজ করতে শুরু করেছেন ভাল কবিতাকে তুলের ধরার জন্যে।

বাংলা কবিতার কি কিছুই শেখার নেই কবিতা ইতিহাসের এই নতুন ধারা থেকে?  

https://poets.org/poetry-reading-united-states-has-risen-dramatically-proven-new-research-national-endowment-arts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন