শুভদীপ দত্ত প্রামানিক


উত্তরায়ণ

############

আগামী জানা ওনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে । 
অল্প বয়সে কত কেঁদেছি , 
ছন্দের ক্লাসে মাস্টারমহাশয়ের হাতের ওপর স্কেলের বারি , এখন মনে হয় ঐ দিনই হয়তো চিনতে শিখেছিলাম  আলোর রঙ । 

আচ্ছা অন্যমনস্কের বিপরীতার্থক শব্দ কী ? 
মায়ের আঁচল কখনো অন্যমনস্ক হয়নি জন্মদিনের পায়েস রান্নার সময় । 

দীর্ঘসূত্রতা বেড়েছে একটার পর একটা ইচ্ছের ! 
নাক কান কাটা শব্দ হেয় । 
মাস্টারমহাশয়ের সাদা ধুতির মতো বাক্যরচনা শিখতে চাই , আরও শিখব নিরপেক্ষ মুকুটের অধিকার । 

সমুদ্রবাতাস ও সামরিক অভ্যুত্থান পাকস্থলীতে নিয়ে ঘুরেছি , 
ছেঁড়া পকেট উত্তরায়ণ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন