লিটন শব্দকর

 


অথচ পুতুল 
 #############

পুতুলের ভেতরে দুরারোগ্য হয়ে গেছে
প্রতিদিনের বলতে না পারার অভ্যেসটা
সাদা উপনিবেশ গড়ে ওঠার পর থেকে
খালিপেটে ঘড়ি দেখার ঔদার্যের প্রশ্রয়। 
সময় যাক, সময় যেতে যেতেই রবিবার
অনুভবে গুছিয়ে সবগুলি সপ্তাহ ফুরোয়।
নির্জন বারান্দায় পাঁজাকোলা করে বসি
কাগজের স্তুপে কুড়িয়ে এনে জমা করা
পুতুলের চুল থেকে চুঁইয়ে পড়া জ্যোৎস্না,
জমানো বৃষ্টিরা নামলে চাঁদ ঝিমিয়ে যায়
আবারও টেবিলে তুলে রাখার তড়িঘড়ি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন