অমিত চক্রবর্তী

 


রাগ কলাবতী

#################

  “ঝনন ঝনন বাজে, সুরবাহারে, রস শৃঙ্গারে” – সলিল চৌধুরী


সে এগিয়ে আসে, হাত বাড়ায়, বলে শোনাও না 

একটু রাগ কলাবতী, ঝনন ঝনন বাজে, রাত বাড়লেই যে

আশঙ্কা বাড়ে আমার। আমি সুগন্ধি হই, 

স্মৃতিছন্দে মাপি তার কৌতূহল। কোন প্রতিভাস 

খেলা করে এই রমণীর গভীরে অথবা 

ভ্রমরা ঝঙ্কার তোলে পিয়ে মকরন্দ, 

আমাদের স্বল্প মেধায় তা ধরা পড়বে না।

এই মেয়ে ভালবাসা জানে না আর - শিখেছিল কোথাও

অকারণ, তাই কুণ্ঠা নেই দেহে, ফ্রি–স্টাইল সাঁতারে সে 

সাজিয়েছে তার ভেজা শরীর।  


গোধূলি তাকে লাইমলাইটে এনে, ভেঙেচুরে

একবার মোলায়েম করে ছেপেছিল। 

লতানে কলাবতী তানে। 

সেই সুরবাহার সে ফেরত পেতে চায়।,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন