পলাশ দাস



পাখির বাসায় রাত নেমে এলে 
 #################
পাখির বাসায় রাত নেমে এলে 
এলাচ গন্ধের মতো নরম চাঁদের আলো 
হামাগুড়ি দিয়ে নেমে আসে 
রাত মহলা জুড়ে 

বিদ্যাধরী খাল বেয়ে জল  
সমস্ত বিরতিকে ছিন্ন করে চলে যায় 
কয়েকটা কাঠ 
মধ্যরাত 
নৌকার লন্ঠনের মতো 
নিবু নিবু জোনাকি জ্বলে 
 
কুয়াশা মেখে ভোরের বাতাস 
আঁশটে আলোর ভিতর পিঠ ঘুরিয়ে বসে 
গভীর বিষণ্ণ আলিঙ্গনে  

                                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন