দীপ শেখর চক্রবর্তী

 

জলের শরীর

...................

যে কোনও সম্পর্ক এখন সেতু দিয়ে পারাপার করি

জলস্পর্শ করি না

তবুও বুকের ভেতরে

এক জীবিকা হারানো মাঝির তীব্র হাহাকার

কান পেতে শোনা যায়

ঘরে ফিরে আসি, অন্ধের মতো

ভাঙা হাল, নৌকার গলুইটি ধরে ধরে


তবুও যে হাত থেকে

ধরা পড়া মাছেদের শরীর, গন্ধসমূহ সব

ধুয়ে যেতে থাকে


সেতু পারাপার করি

ঘরের মেঝেতে জীবিকাবিহীন আমি

সারারাত একা পড়ে থাকি।

অভিমান

.................

অভিমান ফুরোলে

মানুষের কী-ই বা থাকে

একান্ত, নিজের?

যেমন

ভালোলাগা ফুরোনোর পর

একটি খেলনার

আড়ালে পড়ে থাকা


অভিমান, সেও ফুরোয়

যেভাবে শীত এলে, বৃক্ষ থেকে

ধীরে ধীরে ঝরে যায় পাতা


অভিমানহীন এক মানুষের

দু'টি চোখের কথা ভাবি

ভয় পাই

বুঝি, শুকিয়ে গেছে ঠোঁট

অথচ এতটুকু জল

রাখা নেই কোথাও, কোনওভাবে


এতটুকু জলে

না হয় স্নান

না মেটে পিপাসা

শুধু দু'টি চোখ, অকারণ

ছলছল কর

 

1 টি মন্তব্য: