উজ্জ্বল তার নতুন প্রকল্প শুরু করল ১০ম সংখ্যায়। এবারে থাকছে তৈমুর খানের ১০টি কবিতা।
অনাবিষ্কৃত
🌱
পথের পাশেই এক পথ পড়ে থাকে
তাকে কেউ আবিষ্কার করে না
মানুষের ভেতর আর এক মানুষ
তাকে কেউ চিনতে চায় না
উজ্জ্বল ও সাম্মানিক
উজ্জ্বল সাম্মানিক দেয় প্রধানত দু’ কারণে। প্রথমত, উজ্জ্বল বুদ্ধিবৃত্তিক সম্পদে বিশ্বাসী। উজ্জ্বল মনে করে কবিতাগুলি কবিদের সম্পদ, তাঁরা ওগুলিকে আমাদের ব্যবহার করতে দিয়েছেন, তাই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সামান্য সাম্মানিক দিয়ে।