উজ্জ্বলের প্রথম বর্ষ অষ্টম সংখ্যা বেরোল। আগের সংখ্যাতেই বলা হয়েছে যে উজ্জ্বল নতুন প্রকল্পের কথা ভাবছে, এ সংখ্যায় আর একটু বিশদ জানাচ্ছি আমরা।
গৌরাঙ্গ মন্ডল
দূর সম্পর্কের কেউ
@@@@@@@@@@
পিঁড়ি পেতে বসে আছি তলে
কুমারীর স্রোতে ও বল্কলে
জল ওঠে, জল কুঞ্জগামী
নিষেধের মহাকর্ষে মিছে নত, মিছে হয়রানি
রাজদীপ ভট্টাচার্য্য
শহরের রাখালেরা
@@@@@@@
শহরের রাখালেরা ফিরে যায় বাঁশিটি হারিয়ে
শহরের রাখালেরা গান গায় সুর-নেই গান
সে গানের কথাগুলি এতটাই অপ্রচলিত
শোনে তবু কারু মনে তারবাদ্য মোটেও বাজে না
সব্যসাচী মজুমদার
প্রতিবাদহীন লেখা
@@@@@@@@@@@
রজ্বঃ তুলে নিই যদুবংশের শেষে
চিহ্নে চিন্হে তখনও সুদামা জ্বলে
প্রণম্য বিষ,তোমাকে আমার দেশে
গণতান্ত্রিক রাষ্ট্র প্রধান বলে
সম্পাদকীয়
প্রকাশিত হল উজ্জ্বল একঝাঁক পায়রা কবিতা পত্রিকার প্রথম বর্ষ সপ্তম সংখ্যা। ধীর ও নিয়মিত গতিতে এগিয়ে চলেছে পত্রিকা।
দেবাশিস ঘোষ
অবাক রাখাল
------------------------------ --------
দুঃখবোধগুলো ঝুলিয়ে দিয়েছি গাছে গাছে
হাওয়ারা আসছে, শুকোচ্ছে
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)











