এবারের সম্পাদকীয় অমিত চক্রবর্তীর একটি পুরনো কবিতার আখরে .........
#####
সাফল্য ডেকে আনে কপিক্যাট ভিড়। অথবা তারা সবাই
স্বতন্ত্র হতে চেয়েছিল, আর সেই নিজস্ব চেষ্টায় সকলে
এক হয়ে যায়, ধূসর বাদামি হয়ে যায়, তফাত শুধু মাত্রায়,
এবারের সম্পাদকীয় অমিত চক্রবর্তীর একটি পুরনো কবিতার আখরে .........
#####
সাফল্য ডেকে আনে কপিক্যাট ভিড়। অথবা তারা সবাই
স্বতন্ত্র হতে চেয়েছিল, আর সেই নিজস্ব চেষ্টায় সকলে
এক হয়ে যায়, ধূসর বাদামি হয়ে যায়, তফাত শুধু মাত্রায়,
পাখি সম্ভার
অদৃশ্য পাঁচিলের দু'ধারে ###################
নার্সিসিজম
######
দু চোখ যেদিকে যায় সেদিকেই উড়ে যায় চিঠি
কে লিখলো কাকে লেখা হল এসব অবান্তর
গলে যায় পালকের ওমে। ডানা যাদু জানে।
প্রচণ্ড একটা শীত ধরে যাওয়া দুপুরে
##################
কোনো এক শীত ধরে যাওয়া দুপুর।
খাট আলমারি আসবাবের গায়ে
থেমে যাওয়া গ্লেসিয়ারের ধারা।
জল, পৃথিবীপরী ###
ব্রহ্মান্ডকে প্রলুব্ধ করবে বলে সে পথে বেরোয়। না জানিয়ে সে চুমুক
দিয়েছে এবার আঁচলা ভরা জল। এঁটো নদী কিন্তু ততক্ষণে মেঘদূত,
অশান্তির বাষ্প হয়ে উড়ে গেছে কোনো এক বিদেশ বিভুঁই।
ভাগশেষ
#############
চলে যাওয়ার কথাই ছিল। স্রোতও অনুকূল।
ঝরঝর করে ভেসে যাচ্ছিল চালা,মাচা,খুঁটি,খড়কুটো,
ঝিনুকবাটি, খোকার গলার তাবিজ, কোমরের বটফল,
ভাঙা হাতআয়না, পুরনো পাঁজি.... আরো কত কি!